হিমালয়ের আকাশ চুম্বি শিখারশ্রেণীর প্রেক্ষাপটে, সীমাহীন প্রাকৃতিক ক্রোধের মাঝে, প্রেম, বিশ্বাসঘাতকতা, প্রাপ্তি এবং মুক্তির উপন্যাস "প্রতারণার প্রতিধ্বনি"
অতীতের ছায়ায় আষ্টেপৃষ্টে আবদ্ধ জিৎ একটা অশুভ উদ্দেশ্যে ঝড়-বৃষ্টি-ভরা দুর্যোগের রাতের অন্ধকারে এক রাজনীতিবিদের দরজায় পৌঁছয়। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা, ওই নির্জন বাংলোয় তার প্রাক্তন প্রেমিকা প্রিয়ার উপস্থিতি । রাত বাড়ার সাথে সাথে নানা রহস্যের উদঘাটন হয় এবং বিপদের মুখে নৈতিকতা ঝাপসা হয়ে যায়।বজ্রপাত সত্যকে আলোকিত করার সাথে সাথে জিৎ ও প্রিয়ার অদৃষ্টের জালে জড়িয়ে পড়া ও তাদের অনাগত সন্তানকে রক্ষা করার জন্য প্রিয়ার অযাচিত বিয়েতে বাধ্য হওয়া।...